Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাফ সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন জাকের

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪ ১৪:৫৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয়েছে তার। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটার জাকের আলি আলো ছড়াতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দলের বিপদের মুহূর্তে হাল ধরেছেন তিনি। মেহেদি মিরাজকে নিয়ে গড়া রেকর্ড জুটির সময় টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকের।

প্রথম ইনিংসে মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন জাকের। কেশভ মহারাজের বলে স্ট্যাম্পিং হন তিনি। দ্বিতীয় ইনিংসে জাকের যখন ক্রিজে নামেন, তখন অল্প সময়ের মাঝে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ৬ উইকেট হারানো দলের হাল ধরেন মিরাজ-জাকের জুটি। মিরাজকে দারুণভাবেই সঙ্গ দিয়েছেন জাকের।

বিজ্ঞাপন

প্রোটিয়া বোলারদের ভালোভাবেই সামলেছেন জাকের। লাঞ্চের পরপরই হাফ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন জাকের। এতে অভিষেকটা রাঙালেন এই ২৬ বছর বয়সী ক্রিকেটার। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ৮ নম্বরে নেমে টেস্ট অভিষেকে ফিফটি করলেন জাকের।

ফিফটি করার পর অবশ্য খুব বেশি সময় টিকতে পারেননি জাকের। ৫৮ রানের মাথায় প্রথম ইনিংসের মতো মহারাজের বলেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। ফেরার আগে অবশ্য মিরাজের সাথে রেকর্ড ১৩৮ রানের জুটি গড়েছেন জাকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের পক্ষে এটিই সর্বোচ্চ জুটি। তারা ভেঙেছেন চট্টগ্রামে ২০০৩ সালে করা হাবিবুল বাশার-জাভেদ ওমরের ১৩১ রানের জুটি।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর