সুনামগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪১
সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে, চলছে যানবাহন।
বুধবার (২৩ অক্টোবর) বিকালে কর্মসূচি স্থগিতের বিষয়ে নিশ্চিত করেছেন জেলা বাস মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া।
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজীর এমএখান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে সকল যানবাহন বন্ধ রেখে সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি করে পরিবহন মালিক ও শ্রমিকরা। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গন্তব্যে যাওয়া যাত্রীরা। বিকালে বিষয়টি নিয়ে পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা হয়। আগামী এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে মালিক-শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, ৭ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে নির্মিত ওই সেতু থেকে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। এতে ক্ষুব্ধ মালিক ও শ্রমিকরা। বছরের পর বছর তারা টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছেন।
সারাবাংলা/এসআর