কৃষিগুচ্ছে প্রতি আসনে লড়বেন ২০ পরীক্ষার্থী
২৩ অক্টোবর ২০২৪ ১৯:৩৩
চট্টগ্রাম ব্যুরো: কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এবার ভর্তিযুদ্ধে প্রতি আসনে ২০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান।
সাংবাদিক সম্মেলনে উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ‘শুক্রবার সকাল ১১টায় সারাদেশে একসঙ্গে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টিতে বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন আছে ৩ হাজার ৭১৮টি। আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতি আসনে প্রায় ২০ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর। আগামী ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
এবার ভর্তি পরীক্ষা আটটি মূল কেন্দ্র এবং তিনটি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্রগুলো হলো- ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া উপকেন্দ্রসমূহ হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
লুৎফুর রহমান বলেন, ‘কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনে এবার নেতৃত্ব দিচ্ছে সিভাসু। গুচ্ছ পদ্ধতিতে নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা এক বিশাল কর্মযজ্ঞ। এ প্রক্রিয়ার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা আছে। ইতোমধ্যে আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।’
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) রাশেদুল আলম, প্রক্টর মাহবুবুর রহমান, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট এ কে এম সাইফুদ্দীন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব আমীর হোসেন সৈকত এবং জনসংযোগ ও প্রকাশনা উপকমিটির আহবায়ক রায়হান ফারুক উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/এইচআই