Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করপোরেট কর হার কমানোর চেষ্টা করছি’


৮ জুন ২০১৮ ১৬:২০

অর্থমন্ত্রী, আবুল মাল মুহিত, উন্নয়ন

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশে বিদ্যমান করপোরেট কর হার ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কোনো দেশেই করপোরেট করের হার এত বেশি নয়। আমরাও সেই মান অনুযায়ীই এটাকে কমানোর চেষ্টা করছি।

শুক্রবার (৮ জুন) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে ব্যাংক ছাড়া অন্য কোনো কোম্পানির করপোরেট করের হার কমানো হয়নি। ব্যাংক খাতকে সুবিধা দেওয়ার জন্যই এটা করা হয়েছে কিনা— এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এর আগে আমাদের ব্যাংকের জন্যও করপোরেট করের হার ছিল ৪০ শতাংশ। এটাকে কমিয়ে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশে নিয়ে এসেছি। তবে  আন্তর্জাতিকভাবে করপোরেট করের হার এত বেশি নয়। ৪০ শতাংশের ওপরে করপোরেট কর হার খুব কম দেশেই আছে। আমরাও একে কমিয়ে আনার চেষ্টা করছি।’

অর্থমন্ত্রী আরো বলেন, তবে মোবাইলসহ কয়েকটি কোম্পানি ছাড়া বাকি কোম্পানিগুলোর জন্য এটা যেমন ছিল তেমনই থাকবে। যেসব কোম্পানি ৪০ শতাংশের কম হারে করপোরেট কর দেয়, তাদেরটা কেন কমাব? তবে ধীরে ধীরে সার্বিকভাবে করপোরেট করের হার কমিয়ে আনা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। তারপরই এটা চূড়ান্ত করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সঞ্চয়পত্রে বর্তমানে যে মুনাফা আসে, এই হার স্থায়ী না। এটা ২/৩ বছর পরপর রিভিউ হয়। বাজেটের পর এটা নিয়ে আবার বসব। আবার এর হার নিয়ে রিভিউ করব।’

দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য যেসব দেশে ১২ হাজার শ্রমিকের উপস্থিতি থাকবে, সেখানেই নতুন অফিস খোলার সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘যে দেশে আমাদের ১২ হাজার শ্রমিক আছে বা থাকবে, সেই দেশেই নতুন শ্রম অফিস খোলা হবে। সে লক্ষ্যে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। আমাদের রেমিট্যান্স বাড়ানোর স্বার্থে ব্যাংকিং চ্যানেলকে যতটুকু সহায়তা করা দরকার, তার জন্য উদ্যোগ নিয়েছি, যেন অবৈধ উপায়ে বা হুন্ডির মাধ্যমে কোনো অর্থ দেশে না আসে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএএম/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর