Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাসে রাজস্ব ঘাটতি সাড়ে ২৫ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ২২:৩৪

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে হোঁচট খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। গত অর্থবছরের তুলনায় প্রথম তিন মাসে রাজস্ব আদায় কম হয়েছে ৬ শতাংশ। বুধবার (২৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিন এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব বলাটা হবে অতিরঞ্জিত। জাতীয় ইস্যুগুলোর কারণে রাজস্ব আদায়ে ব্যাঘাত ঘটেছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চটা দিতে পারলে রাজস্ব আদায়ে ভালো ফল আসতে পারে।’

এনবিআরের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯৬ হাজার ৫০০ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৭০ হাজার ৯০৩ কোটি টাকা। ফলে ঘাটতি ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ হাজার ৫৮৫ কোটি টাকা কম আদায়।গেল অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৪৮৭ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের চেয়ে এবার প্রথম তিন মাসে ৪ হাজার ৫৮৪ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

তবে একক মাস হিসাবে সেপ্টেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশ। যেখানে গত অর্থবছরের সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছিল ২৮ হাজার ৪২৬ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বরে আদায় হয়েছে ২৯ হাজার হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৩২৪ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজস্বের প্রায় সব খাতেই নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ রাজস্ব ঘাটতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর