Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাজেট বাস্তবসম্মত, বিএনপি না পড়েই সমালোচনা করছে’


৮ জুন ২০১৮ ১৬:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভোলা:  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে সকলস্তরের মানুষ উপকৃত হবে এবং এটি একটি বাস্তবসম্মত বাজেট। যা সকল মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই তারা সমালোচনা করছে এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট।’

শুক্রবার (৮ জুন) দুপুরে ভোলায় যাকাতের কাপড় বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন সামনে রেখে বাজেট দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকটা বাজেটই জনবান্ধব ও গণমুখী বাজেট। বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পাবে।’

মন্ত্রী বলেন, ‘এ বাজেটের মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে, নদীভাঙন থেকে শুরু করে সকল কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতেই দারিদ্র্য বিমোচন হবে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য এর সীমা ৩ শতাংশের মধ্যে নেমে আসবে।’

আগামী নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে, কারণ তারা অতীতে যে ভুল করেছে তা উপলদ্ধি করছে। অস্তিত্ব রক্ষা করার জন্য হলেও বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে।’

এ সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, জেলা আ’লীগ সম্পাদক আবদুল মনিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর একে লোক দেখানো বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এই বাজেট তৈরি করা হয়েছে শুধু আগামী নির্বাচনকে সামনে রেখে। এই বাজেট সাধারণ মানুষের কোনো পরিবর্তন আনতে পারবে না।’

বিজ্ঞাপন

এছাড়া দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও বাজেটকে ‘নির্বাচনী বাজেট’ হিসেবে অ্যাখায়িত করেন।

সারাবাংলা/টিএম/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর