Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাসহ তার পরিবারের নামে প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৩:৪৭

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যসহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে তিন সদেস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাবেক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিকে চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লটসহ রাজউকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী রিটটি দায়ের করেন।

রিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলসহ রাজউকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রার্থনা করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমপি

শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর