পরিবেশ রক্ষায় নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে
২৪ অক্টোবর ২০২৪ ১৪:৩৯
ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,পরিবেশ ও বন রক্ষায় আমাদের সমস্ত নেতিবাচক প্রভাব থেকে বের হয়ে আসতে হবে। এ বিষয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশ রক্ষার মতোন একটি পদে দায়িত্ব নেওয়ার পর আমার প্রতি সবার প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। এটি রক্ষায় আমরা কিছু আইন ও বিধিমালা মেনে চলবো। পরিবেশের ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সবার এ বিষয়ে সচেতন থাকতে হবে। সকলে মিলে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, মিঠাপানির ডলফিন রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদেশ থেকে যেন প্রকৃতির এই অমূল্য সম্পদ হারিয়ে না যায়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, আমরা এখন যে সময়ের মধ্যে আছি এটা খুব চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জকে আমরা প্রতিহত করবো। গুরুত্বপূর্ণ এই প্রাণী রক্ষার জন্য আমরা কাজ করবো। আমাদের ডলফিনকে রক্ষা করতে করতে হবে।
সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় বক্তব্য বলেন, নদী বাঁচিয়ে রাখতে হলে এর যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ডলফিন বাঁচিয়ে রাখতে পারলে নদীর ভারসাম্য ঠিক থাকবে। ডলফিন মারলে তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার শাস্তির বিধান আছে।
আন্তর্জাতিক ডলফিন দিবস-২০২৪ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বন অধিদপ্তর। এ সভায় উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব ফারহিনা আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
সারাবাংলা/জেজে/এমপি