Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে ‘টারজান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৪:৫৩

টারজান─জনপ্রিয় এক চরিত্র। ছোটবেলায় হারিয়ে গিয়ে জঙ্গলে পশু-পাখিদের সঙ্গে বড় হয়। এরপর সে এক সময় পরিবারের কাছে ফেরত যায়। এমন গল্পে নির্মিত হয়েছে কার্টুন, সিনেমা, টিভি সিরিজ। আর ষাটের দশকে ‘টারজান’-এ অভিনয় করেছিলেন রন এলি। ৮৬ বছর বয়সী এ অভিনেতা মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, এ অভিনেতা প্রায় এক মাস আগে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা বারবারায় লস আলোমোসে নিজের বাড়িতে মারা যান। বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি।

বিজ্ঞাপন

বিবিসির ওই খবরে আরও বলা হয়েছে, রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’

ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন রন এলি। মূলত ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয়েছিল টারজান।

জানা গেছে, টারজান চরিত্রে অভিনয় করার সময়ে রন এলির বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল এবং পশুদের আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন।

রন এলি ১৯৮০ এর দশকে ক্রুজ শিপ-ভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ অন্যান্য জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামগুলোতে অভিনয় করেন।

১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলের বান্ধবীকে বিয়ে করলেও দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। ব্যক্তিগত জীবনে তিন সন্তান রয়েছে অভিনেতার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

টারজান রন এলি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর