Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ইলিশ শিকার, ১৪ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৭:০১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৭:৪৪

মানিকগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন।

এসএম ফয়েজ উদ্দিন বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে উপজেলা প্রশাসন আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এসময় জব্দকৃত ৬০ কেজি ইলিশ মাছ স্থানীয় পৃথক তিনটি এতিম খানায় বিতরণ করা হয়। এছাড়া আটককৃত ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচআই

কারাদণ্ড পদ্মা মা ইলিশ শিকার