Thursday 24 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৮:৩৪

ঢাকা: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাকির হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।’ তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা নিশ্চিত করেনি পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুড়িগ্রাম–৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের দুর্নীতি নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট, চাতাল ও বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায় বিনিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার জাকির হোসেন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর