Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া-খালেদা-তারেক ও বিএনপির নামে সংগঠন করলে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৯

ঢাকা: জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নামে কোনো সংগঠন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নামে কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেউ যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায়, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপির স্বীকৃত অঙ্গসংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন অ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে। ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল লুটপাট ও চাঁদাবাজি করে যাচ্ছে। এ রকম পরিস্থিতিতে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।’

রিজভী বলেন, ‘পৃথিবী কাঁপানো এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্রজনতা। এই ফ্যাসিস্টকে সরাতে অনেককে রক্ত আর প্রাণ দিতে হয়েছে।’

তিনি বলেন, ‘ইনস্টিটিউট পর্যায়ে যে কাজগুলো করার দরকার সেগুলো অন্তর্বতী সরকার নেয়নি। এ দেশের মানুষ খেয়ে-পরে বাঁচতে চায়। এখনো দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। আমদানির জন্য বিকল্প দেশ দেখা দরকার ছিল, যে উদ্যোগ সরকার নেয়নি। আমাদেরকে কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে। সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বাঁচতে পারবে না।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহসাংগঠনিক আব্দুল খালেক, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী ও যুবদলের সাবেক নেতা এস এম জাহাঙ্গীর।

সারাবাংলা/এজেড/এমপি

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর