ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘ট্রামি’র আঘাতে নিহত ২০
২৪ অক্টোবর ২০২৪ ১৯:২৩
ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ট্রামি’। এতে নিহত হয়েছে ২০ জনের অধিক এবং বাস্তুচ্যুত হয়েছেন দেড় লাখের মতো মানুষ।
ঘূর্ণিঝড় ট্রামি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) লুজোন দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে ৯৫ কিমি/ঘণ্টা গতিবেগে আঘাত হানে, যা দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ। এর ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।
স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ট্রামির বৃষ্টিপাত ছিল অস্বাভাবিকভাবে ভারী। ২৪ ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে।
ঘূর্ণিঝড়টি স্থানীয়ভাবে ‘ক্রিস্টিন’ নামে পরিচিত। ঝড়ের কারণে বন্যার কবলে পড়া মানুষ সামাজিক মাধ্যমে ছাদের ওপর থেকে তাদের অবস্থার ছবি দিয়ে সাহায্য চেয়ে আবেদন জানায়। পরবর্তীতে উপকূলরক্ষী বাহিনী রাবারের নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
বাতো পৌরসভার কারেন তাবাগান এএফপি (এজেন্সি ফ্রান্স প্রেস) নিউজ এজেন্সিকে বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমরা উদ্ধারকারীদের অপেক্ষায় আছি।’
দেশজুড়ে অন্তত ডজনখানেক বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের সতর্কতা জারি রয়েছে।
সারাবাংলা/এনজে