Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলসি ছাড়া ৫ লাখ ডলারের পণ্য আমদানি করা যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৯:৫২

ঢাকা: এলসি(ঋণপত্র) ছাড়া চুক্তিপত্রের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের পণ্য আমদানির সুযোগ করে দিয়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। এই সুযোগের ফলে এলসি ছাড়া বছরে ৫ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করা যাবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আমদানি নীতি আদেশ অনুযায়ী, এই প্রজ্ঞাপনের মাধ্যমে এলসি ছাড়া চুক্তিপত্রের আওতায় শিল্প প্রতিষ্ঠানকে পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে। বছরে ৫ লাখ ডলারের পণ্য এলসি ছাড়া বাণিজ্যিক আমদানি করা যায়। চুক্তির আওতায় আমদানির ক্ষেত্রে আমদানি তথ্য বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং পোর্টালে দি‌তে হ‌বে। এছাড়াও প্রজ্ঞাপনে বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্ট গ্রহণ বিষয়ে দিক-নির্দেশনা দে‌ওয়া হয়েছে। যেখানে নির্দিষ্ট সময়ে মূল্য পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট আমদানিকারকের পক্ষে চুক্তির মাধ্যমে আমদানি কার্যক্রম না কর‌তে বলা হয়েছে।

এ নির্দেশনা বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড ও ইজেড) চুক্তির মাধ্যমে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্বাভাবিক নিয়মে আমদানির জন্য স্বল্প মেয়াদি আমদানি ঋণের ব্যবস্থা রয়েছে। চুক্তির আওতায় আমদানির ক্ষেত্রে আমদানিকারক আমদানি দায় পরিশোধ করার জন্য নিজেই স্বল্প মেয়াদি বিদেশি ঋণ নি‌তে পার‌বেন। বিদেশি ঋণদাতা সরবরাহকারীকে এলসি বা এসবিএলসি কিংবা গ্যারান্টি দিতে পারবেন। আমদানির জন্য নেওয়া বিদেশি ঋণ এবং সুদ ঋণের শর্ত অনুযায়ী পরিশোধ কর‌তে পার‌বে। স্বল্প মেয়াদি আমদানি ঋণ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারকের পক্ষ থেকে করপোরেট, ব্যক্তিগত বা তৃতীয় পক্ষ গ্যারান্টি দেওয়ার সাধারণ অনুমোদনের সু‌যোগ রাখা হয়েছে। চুক্তির আওতায় বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে ৬০ দিনের স্বল্প মেয়াদি বৈদেশিক ঋণের সুবিধা পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর