Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ২০:২৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০০:০৯

গত এক মাসে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। তবে কোনো ম্যাচ না খেলেই ফিফা র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। বাংলাদেশ দলের বর্তমান র‍্যাংকিং ১৮৫।

আন্তর্জাতিক বিরতির পরপরই অক্টোবর মাসের ফিফা র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। সেখানে কোন ম্যাচ না খেলা বাংলাদেশ একধাপ এগিয়েছে। ১৮৬তম স্থান থেকে ১৮৫তে উঠে এসেছেন জামাল ভুঁইয়ারা।

আগের প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষে ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছিল তারা। তবে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন মেসিরা। এবারের র‍্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। তবে তাদের রেটিং পয়েন্ট কমেছে ৫.৫। দ্বিতীয় স্থান ধরে রেখেছে ফ্রান্স, তৃতীয় স্থানে আছে স্পেন, চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। তারা আছেন ৫ম স্থানে। তবে তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ১২।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা ফিফা র‍্যাংকিং বাংলাদেশ ব্রাজিল

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর