Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

সারাবাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ২০:৫২

পবিত্র কাবা শরিফ

ঢাকা: এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তিনি বলেন, ‘এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবেন না। হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় কেবল তারাই যাবেন। হজের ব্যয় কমানোর চেষ্টা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হজ নিয়ে আমাদের ও সৌদির ব্যবস্থাপনা মিলিয়ে কাজ করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম।

সারাবাংলা/পিটিএম

সরকারি খরচ হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর