Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ২১:০৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:১৫

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের সরকার গণঅভ্যুত্থানের ফসল। তাই প্রতিটি বিষয় সংবিধানের আলোকে হবে কি না তা দেখার বিষয়। কতদিন সময় লাগবে তা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকেও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু পদত্যাগের বিষয়ে গণদাবি হয়ে উঠছে, তাই বিলম্বিত করার সুযোগ নেই। সংবিধানের বিষয়ে নানা জনের নানান মত থাকতে পারে, এটা দেখবে কমিশন।’

‘তিন বারের বেশি বিসিএস পরীক্ষা নয়’— এ বিষয়ে জানতে চাইলেন উপদেষ্টা বলেন, ‘একই ব্যক্তি বারবার পরীক্ষা দিলে সবাই সুযোগ নাও পেতে পারে। সেসব বিষয় বিবেচনা করে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবসরের সময় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ৩২ বছর বিষয়টি চূড়ান্ত।’ এটি আর পরিবর্তনের সুযোগ নেই বলেও তিনি জানান।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ রাজনৈতিক দল রাষ্ট্রপতি সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর