Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১২:৩১

বৃহস্পতিবার রাতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছয়টি বগি লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেসের। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের (৭৯৩) বগি লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ শেষ হলে কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এলোমেলো হয়ে পড়া শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগে থেকে খবর না পেয়ে স্টেশনে হাজির হওয়া হাজার হাজার যাত্রীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের অনেকেই রাতভর ট্রেনের জন্য অপেক্ষা করেছেন স্টেশনে। কে কখন গন্তব্যে যেতে পারবেন, কেউ বলতে পারছেন না।

বিজ্ঞাপন

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র বলছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে কমলাপুর স্টেশন থেকে কিছু দূর এগোতেই লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেসের ছয়টি বগি। সেগুলোর উদ্ধারকাজ শেষে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি। ছবি: সারাবাংলা

যে পঞ্চগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে তাতে ভ্রমণ করার কথা ছিল পর্যটকদের নিয়ে দেশ ঘুরে বেড়ানো জান্নাতুল ফেরদৌসী মানুর। ২০ জনকে নিয়ে পঞ্চগড়ের পথে রওয়ানা হয়েছিলেন তিনি। ট্রেনে ছাড়ার পরপরই বগি লাইনচ্যুত হওয়ায় এবং সকাল পর্যন্ত তা ঠিক না হওয়ায় যাত্রা বাতিল করতে হয়েছে তাকে।

জান্নাতুল সারাবাংলাকে বলেন, কমলাপুর স্টেশন থেকে রাত ১২টায় ট্রেন ছাড়ার দুই-তিন মিনিটের মধ্যে প্রচণ্ড শব্দে ধাক্কা খেয়ে ট্রেনটি থেমে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বগির মধ্যে তখন ঘুঁটঘুঁটে অন্ধকার। বাইরে বের হয়ে দেখি, ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন বা সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের তথ্য দিতে পারেননি। কমলাপুর স্টেশনে গিয়েও কোনো তথ্য পাইনি। হটলাইন ১৩১ নম্বরে কল করা হলেও তাদের কাছ থেকেও কোনো তথ্য পাইনি। শেষ পর্যন্ত ভোর ৪টার দিকে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১২টার দিকে কথা হয় জান্নাতুলের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকেও নানাভাবে তথ্য পাওয়ার চেষ্টা করছিলাম। রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, ট্রেননি ছাড়ছে না। যাত্রীদের টিকিট রিফান্ড করে দেওয়া হবে। টিকিটের টাকা হয়তো ফেরত পাওয়া যাবে, কিন্তু যাত্রীদের একদিকে ভোগান্তি আরেক দিকে কর্তৃপক্ষের কোনো তথ্য না দেওয়ায় যে হয়রানির শিকার হতে হয়েছে, এর কোনো ক্ষতিপূরণ হয় না।’

ট্রেনের অপেক্ষায় হাজারও মানুষ, জানেন না কার ট্রেন কখন ছাড়বে। ছবি: সারাবাংলা

সপরিবারে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল সারাবাংলা ডটনেটের প্রধান প্রতিবেদক গোলাম সামদানীর। শুক্রবার সকাল ১১টার ঢাকা-সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যেতে চেয়েছিলেন তিনি। শিডিউল বিপর্যয়ের কারণে জয়ন্তিকা ট্রেনটি দুপুর ১২টাতেও কমলাপুরে পৌঁছাতে পারেনি। পরিবারের সদস্যদের নিয়ে কমলাপুরে অপেক্ষা করছিলেন তিনি।

গোলাম সামদানী বলেন, নির্ধারিত সময়ে স্টেশনে চলে এসে শুনি শিডিউল বিপর্যয় চলছে। অনেক ট্রেনই আসেনি। বিভিন্ন গন্তব্যের হাজারও যাত্রী আমার মতো স্টেশনে এসে অপেক্ষা করছেন। কিন্তু ট্রেনের দেখা নেই। সকাল থেকে হাতেগোনা দুয়েকটি ট্রেন ছেড়ে গেছে। তবে সেগুলোও সময়মতো ছাড়েনি।

ঢাকা রেলওয়ে স্টেশনে থাকা শিডিউল বোর্ডে সকাল সাড়ে ৯টার আপডেটে দেখা যায়, ঢাকা থেকে দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেখানো হয় সকাল ১০টা ২০ মিনিটে। দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ৯টা ৪০ মিনিটে। পারাবত এক্সপ্রেস ভোর সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ৪০ মিনিটে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের বোর্ডে শিডিউল বিপর্যয়ের চিত্র। ছবি: সারাবাংলা

একইভাবে নীলসাগর এক্সপ্রেস ভোর ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টায়, মহানগর প্রভাতী সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে এবং সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা।

স্টেশন সূত্র বলছে, সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে গেছে। ট্রেনটি ঢাকা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা। এ ছাড়া তিস্তা ও এগারসিন্দুর দেরিতে হলেও ঢাকা ছেড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাতের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে। ছবি: সারাবাংলা

জানতে চাইলে কমলাপুর রেলওয়ের স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার সারাবাংলাকে বলেন, ‘ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে আজকের মধ্য শিডিউল বিপর্যয় শেষ হবে। রাতে হতে হতে বিপর্যয় কেটে যাবে।’ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে গত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনার কবলে পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ছয়টি বগি লাইন থেকে পড়ে যায়। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ঢাকা ছেড়ে যায়নি। যাত্রীদের সব টিকিট ফেরত দেওয়ার কথা জানিয়েছে স্টেশন কর্তৃক্ষ।

সারাবাংলা/ইউজে/টিআর

কমলাপুর রেল স্টেশন ট্রেনের শিডিউল বিপর্যয় পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর