Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উ.কোরিয়ার সেনা পাঠানোর দাবি পাশ কাটালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ১৩:১০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৮:০৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি অস্বীকার না করলেও, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় সৈন্য পাঠানোর দাবি পাশ কাটিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাজানে ব্রিকস সম্মেলনের শেষে পুতিন দাবি বলেন, ‘ইউক্রেন সংকটকে পশ্চিমারা আরও তীব্র করছে।’

যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া থেকে প্রায় তিন হাজার সৈন্য রাশিয়ায় পাঠানো হয়েছে, যা ইউক্রেনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হতে পারে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা ইতোমধ্যেই ইউক্রেনের কাছাকাছি কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ২৩ অক্টোবর (বুধবার) ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংকটের মাঝে কাজান সম্মেলনে ‘ন্যায়সঙ্গত শান্তি’র আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনে শান্তি স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তবে, তিনি উত্তর কোরিয়ার সৈন্য বিষয়ক কোনো মন্তব্য করেননি।

সারাবাংলা/এনজে

উত্তর কোরিয়া ব্রিকস সম্মেলন ভ্লাদিমির পুতিন সৈন্য প্রেরণ