Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ১৪:৩৪

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষার বরাতে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের শহর হাসবায়াতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি আবাসিক হোটেলের বাসভবনে বোমা হামলার ওই তিন সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত দুইজন বৈরুতভিত্তিক প্যান-আরব আল-মায়াদিন টিভির সাংবাদিক বলে জানিয়েছে গণমাধ্যমটি।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সংশ্লিষ্ট আল-মানার টিভি জানিয়েছে, হাসবায়া অঞ্চলে বিমান হামলায় তাদের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম নিহত হয়েছেন।

স্থানীয় নিউজ স্টেশন আল জাদিদের প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমের অনেকগুলো শ্যালেট বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেইসাথে অনেক ভবন ধ্বসে পড়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে ড্রোন হামলায় আল-মায়াদিন টিভির দুই সাংবাদিক নিহত হন। এর এক মাস আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে রয়টার্সের ভিডিওগ্রাফার ইসাম আবদাল্লাহ নিহত হন এবং ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও কাতারের আল-জাজিরা টেলিভিশনের অন্যান্য সাংবাদিক আহত হন।

সারাবাংলা/এনজে

ইসরায়েলি হামলা লেবানন সাংবাদিক নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৪ ২৩:০১

সম্পর্কিত খবর