Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিগুচ্ছ ভর্তি: খুবি কেন্দ্রে উপস্থিতি ৭১.৮১ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৫:০০

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৫ হাজার ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো ৭১.৮১ শতাংশ। পরীক্ষার ফোকাল পয়েন্ট ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুমগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রথমবারের মতো বিভাগীয় শহরে অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কেসিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি, এলাকাবাসীসহ সকল মহলকে নবনিযুক্ত উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কৃষিগুচ্ছ ভর্তি খুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর