Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার বিপক্ষে ৪ গোল হজমে নয়্যারকে অবসরের পরামর্শ!

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ১৫:৪৮

একটা সময় তাকে মানা হতো বিশ্বের সেরা গোলরক্ষক। তবে সেই সোনালি দিনগুলো অনেক আগেই পেছনে ফেলে এসেছেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৪ গোল হজমের পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই জার্মান কিপার। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ফ্যাবিও ক্যাপেলো বলছেন, নয়্যারের উচিত পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া।

২০২২ সালে পা ভেঙে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নয়্যার। এরপর ফুটবলে ফিরে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ৩৮ বছর বয়সী নয়্যার এই বছরের ইউরোর পরেই বিদায় বলেছেন আন্তর্জাতিক ফুটবলকে। বায়ার্নের হয়ে নিজের সেরা ফর্ম থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বার্সার বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বায়ার্ন। ৪টি শট অন টার্গেটের সবগুলোই গোলে পরিণত করেছেন বার্সা ফরোয়ার্ডরা। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপেলো বলছেন, ফুটবলকে বিদায় বলার সময় এসেছে নয়্যারের, ‘গোলরক্ষক যখন একটা বয়সে পৌঁছে যান, তখন তাদের ফুটবলকে বিদায় বলা উচিত। এই সাহসটা নয়্যারের থাকা উচিত।’

জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসও বলছেন, নয়্যারের আর আগের ফর্ম নেই, ‘আমি তাকে আঘাত দিতে চাই না। তবে সে অতীতে যেভাবে দলকে সাহায্য করেছে এখন সেভাবে পারছে না। সে আর আগের নয়্যার নেই। সে শটগুলো সেভ করতে পারছে না। তার কিপিং স্টাইলও বদলে গেছে। তবে এখনো আশা করছি সে আগের ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পাবে।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

তুরস্কের হামলায় সিরিয়ায় নিহত ২৭
২৫ অক্টোবর ২০২৪ ১৫:৩৫

সম্পর্কিত খবর