Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে লিফটের ফাঁক গলে পড়ে কর্মকর্তার মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৬:২০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের লিফটে গলে পড়ে গিয়ে চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক মারা গেছেন।

শুক্রবার (২৫অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মোকারম ভবনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।

নিহত আব্দুল্লাহ সাগরের (৫৫) বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কলেমশ্বর গ্রামে। বাবার নাম মৃত এসএম কাউসার উদ্দিন। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফিস করতেন।

চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন অফিসের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক ছিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সকালে আব্দুল্লাহ পরীক্ষা নিয়ন্ত্রকদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ভবনের উপড়ে উঠেছিলেন।

তিনি আরো জানান, ওই ভবনের লিফট ছিল অনেক পুরাতন যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। সাততলায় লিফট কল করেন তিনি। লিফট আসার আগেই দরজা হাত দিয়ে খুলে লিফটে উঠতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে অন্য স্টাফরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আব্দুল্লাহর ভাই মো. ওবায়দুল্লাহ বলেন, আমার ভাই সকালে লিফটে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আহত অবস্থায় দেখতে পাই। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে (ওসেক) নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর