Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অল্প প্রসাধনী ব্যবহার করলেও মেয়েদের সৌন্দর্য কমবে না’


৮ জুন ২০১৮ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রসাধনী পণ্যের দাম বাড়লেও তাতে মেয়েদের সৌন্দর্য কমবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বাজেটে প্রসাধনীর দাম বেড়েছে, সাংবাদিকরা এমন প্রসঙ্গ তুললে তার জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

শুক্রবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (৭ জুন) প্রস্তাবিত বাজেটে প্রসাধনী সামগ্রীতে ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, নারী প্রসাধনী পণ্যের দাম বাড়ায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ নারীদের ভোট পাবে কিনা।

বিজ্ঞাপন

এর জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘নারী প্রসাধনীর দাম বাড়লে মেয়েরা অল্প প্রসাধনী ব্যবহার করবে। আর মেয়েরা অল্প প্রসাধনী ব্যবহার করলেও তাদের সৌন্দর্য কমবে না।’

সারাবাংলা/জিএস/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর