‘জনগণের প্রত্যাশা শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা নয়’
২৫ অক্টোবর ২০২৪ ২২:৩২
ঢাকা: বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনার (ড. ইউনূস) কাছে জনগণের প্রত্যাশা শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা নয়; একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করা। সেই প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে।’
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ‘ঢাকাস্থ সেনবাগ ফোরাম’ এ অবস্থান কর্মসূচি আয়োজন করে।
ফারুক বলেন, ‘বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আপনার কাছে। আপনি আবু সাঈদ, মুগ্ধের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনাকে কেউ বসিয়ে দেয়নি। আপনার সংস্কার উদ্যোগ বিনষ্ট করে আপনাকে বিতর্কিত করার প্রক্রিয়া চলছে। আপনার সহযোগীরা অত্যন্ত বিজ্ঞবান ব্যক্তি। আমরা তাদেরকে আহ্বান জানাব, তারা যেন আপনাকে সততার সঙ্গে এমন পরামর্শ দেন, যাতে আপনার ওপর বাংলাদেশের মানুষের যে আস্থা, সেই আস্থা যেন নষ্ট না হয়।’
সারাবাংলা/এজেড/এইচআই