এখনো দেরিতে ছাড়ছে ট্রেন, যা বলছে কর্তৃপক্ষ
২৬ অক্টোবর ২০২৪ ০৯:২৫
ঢাকা: টানা প্রায় ১৩ ঘণ্টা সারাদেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু শিডিউল বিপর্যয় এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবারও (২৬ অক্টোবর) কমলাপুর স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছাড়তে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও একদিন।
রেলওয়ে স্টেশন সুত্র বলছে, সকাল থেকে প্রতিটি ট্রেনই দেরিতে ছেড়ে গেছে। প্রতিদিন কমলাপুর স্টেশন হয়ে ১৮২টি ট্রেন চলাচল করে। অধিকাংশ ট্রেন শুধু একটি রেক দিয়ে চালানো হয়। ফলে একটি ট্রেন সময় মতো না ছাড়লে পরের ট্রেনটিও দেরিতে যায়। তবে রোববারের (২৭ অক্টোবর) মধ্যে শিডিউল বিপর্যয় নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার সারাবাংলাকে বলেন, ‘ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর শুক্রবার রাত ৯টা পর্যন্ত অনেক ট্রেন দেরিতে চলাচল করছে। কমলাপুরে উদ্ধারকাজ চলাচল করায় শুক্রবার আমরা তিনটি ট্রেনের যাত্রা বাতিলও করেছি। শিডিউল বিপর্যয় কাটাতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘শনি ও রোববারের মধ্যে অধিকাংশ ট্রেনের শিডিউল ঠিক হয়ে আসবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। বগিগুলো উদ্ধার করা হয় শুক্রবার বেলা ১১ টার দিকে। ফলে প্রায় ১৩ ঘণ্টার মতো সারাদেশের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ ছিল।
সারাবাংলা/জেআর/এনজে/পিটিএম