Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্নের মতোই রিয়ালকে হারাতে চান ফ্লিক

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১০:৩৭

তার অধীনে এই মৌসুমে বদলে গেছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের বার্সা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে খেলছে দাপটের সাথেই। লা লিগায় শীর্ষে থাকা বার্সা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে বার্সা কোচ ফ্লিক বলছেন, বায়ার্ন মিউনিখকে যেভাবে বিধ্বস্ত করেছেন, ঠিক সেভাবেই রিয়ালকে হারাতে চান তারা।

এই মৌসুমের শুরু থেকেই লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে ফ্লিকের বার্সা। এই মৌসুমে এখন পর্যন্ত শীর্ষস্থান থেকে তাদের সরাতে পারেনি কেউই। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে ৯ বছর পর বায়ার্ন মিউনিখকে হারিয়ে রীতিমত উড়ছেন রাফিনহা-লেভানডস্কিরা।

বিজ্ঞাপন

রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে ফ্লিক বলছেন, বায়ার্নের ম্যাচের মতোই ক্লাসিকোতে পারফর্ম করতে চায় বার্সা, ‘আমাদের দল ভালো ফর্মে আছে। বিশেষ করে শেষ ম্যাচটায় দুর্দান্ত খেলেছেন সবাই। আমরা সেভাবেই খেলতে চাই ক্লাসিকোতে, জিততেও চাই। দলের উপরে আমার বিশ্বাস আছে। এই মৌসুমে আমি যত পরিবর্তন এনেছি সবগুলোই কাজে দিয়েছে। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ীই খেলব। আশা করছি দারুণ একটা ম্যাচ হবে।’

ক্লাসিকোর আগে দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় আছেন ফ্লিক। শেষ পর্যন্ত কোন একাদশ মাঠে নামাবেন সেটা এখনো সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন তিনি, ‘একাদশ নিয়ে এখনো ভাবিনি। তবে লোপেজ আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, বায়ার্নের বিপক্ষে ম্যাচে প্রথম তিন গোলেই তার ভূমিকা ছিল। এজন্য তাকে শুরুর একাদশে সবাই দেখতে চায়। ইয়ামালের কথাও আলাদাভাবে বলতে হয়। সে দলের জন্য যা করছে সেটা সত্যিই দারুণ। শেষ পর্যন্ত কোন এগারো ফুটবলার মাঠে নামবে সেটা ম্যাচের দিনই জানা যাবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর