Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই দিনে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১৩:০৪

মুলতানে সিরিজের প্রথম ম্যাচের রুট-ব্রুকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইংল্যান্ডের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছিলেন তারা। একই মাঠে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। রাওায়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের স্পিন বিষে নীল হয়েছে ইংল্যান্ড। সাজিদ-নোমানের দুর্দান্ত বোলিং জুটিতে মাত্র আড়াই দিনেই ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান।

বিজ্ঞাপন

সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে বোলিংয়ে নেমেছিল পাকিস্তান। মাত্র একজন পেসার নিয়ে একাদশ সাজালেও পুরো ইনিংসে পেসার আমির জামাল এক ওভারও করেননি! দুই পাকিস্তান স্পিনার সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণি জাদুতেই কুপোকাত ইংলিশ ব্যাটিং লাইনআপ। বেন ডাকেটের ৫২ ও জেমি স্মিথের ৮৯ ছাড়া বলার মতো স্কোর আর কেউই গড়তে পারেননি। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ২৬৭ রানে। সাজিদ নিয়েছেন ৬ উইকেট, নোমান পেয়েছেন ৩টি, জাহিদ নিয়েছেন একটি উইকেট।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ধুঁকছিল পাকিস্তানও। ১৭৭ রানে ৭ উইকেট হারানো দলকে পথ দেখিয়েছেন সৌদ শাকিল। ১৩৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান লিড। এছাড়াও বল হাতে দুর্দান্ত পারফর্মের পর সাজিদ-নোমানের ৪৮ ও ৪৫ রানের সুবাদে ৭৭ রানের লিড পায় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাজিদ-নোমানের স্পিনে দিশেহারা ইংল্যান্ড। এই ইনিংসেও বোলিং করেননি পেসার জামাল। পাকিস্তানের টেস্ট ইতিহাসে এই প্রথম একাদশে থেকেও কোনো পেসার করেননি এক ওভারও! এবারো নোমান-সাজিদেই ধরাশায়ী ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ। ফাইফার নিয়েছেন নোমান, পেয়েছেন মোট ৬ উইকেট। সাজিদ নিয়েছেন ইংল্যান্ডের বাকি ৪ উইকেট। দুই স্পিনানের স্পিন বিষে নীল ইংল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ১১২ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের লিড ছিল মাত্র ৩৫।

৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বলের মাঝেই জয় তুলে নেয় পাকিস্তান। এক উইকেট হারিয়েই ৯ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের অধীনে এটিই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২
২৬ অক্টোবর ২০২৪ ১৭:২৫

সবজি ছাড়াই ছাড়ল স্পেশাল ট্রেন
২৬ অক্টোবর ২০২৪ ১৭:০৩

সম্পর্কিত খবর