Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১২:৫৭

ছবি: তাসনিম নিউজ এজেন্সি।

ইরানে ইসরাইলের চালানো হামলার জবাব দিতে প্রস্তুত তেহরান। শনিবার (২৬ অক্টোবর) ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ কথা জানিয়েছে।

সূত্রটি বলেছে, ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।

শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের সেনাঘাঁটিতে হামলা চালায় ইসরাইল। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিমান বাহিনী। বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে ইসরাইল হামলা চালায়। হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এমন স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননেও সম্প্রতি ব্যাপক হামলা শুরু করেছে তারা। ইসরাইলের হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর গত ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ছয় মাসের মধ্যে দেশটিতে ইরানের দ্বিতীয় হামলা ছিল সেটি। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেলআবিব।

আরও পড়ুন: ইরানে ইসরায়েলি হামলা সমাপ্ত ঘোষণা

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২
২৬ অক্টোবর ২০২৪ ১৭:২৫

সবজি ছাড়াই ছাড়ল স্পেশাল ট্রেন
২৬ অক্টোবর ২০২৪ ১৭:০৩

সম্পর্কিত খবর