ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ায় মাইক্রোসফটের ২ কর্মী বরখাস্ত
২৬ অক্টোবর ২০২৪ ১৬:০৬
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় গাজায় নিহত ফিলিস্তিনিদের জন্য কোম্পানির সদর দফতরে অনুমোদন ছাড়াই স্মরণ অনুষ্ঠান আয়োজনের অভিযোগে দুই কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফট শুক্রবার (২৫ অক্টোবর) বলেছে, তাদের অভ্যন্তরীণ বিধি অনুযায়ী কিছু ব্যক্তিকে ছাঁটাই করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রতিষ্ঠানটি অস্বীকার করেছে।
চাকরি হারানো দুজন হলেন— গবেষক ও ডাটা বিজ্ঞানী আবদেল রহমান মোহাম্মদ ও হোসাম নাসর। বার্তা সংস্থা এপিকে তারা জানিয়েছেন, ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফট ক্যাম্পাসে আয়োজিত মধ্যাহ্নভোজের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে ফোন কলের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়।
ইসরায়েল সরকারের কাছে মাইক্রোসফটের ক্লাউড-কম্পিউটিং প্রযুক্তি বিক্রির বিরোধিতা করে— কর্মীদের এমন সংগঠন ‘নো অ্যাজুরে ফর অ্যাপার্থেইড’-এর সদস্য ছিলেন তারা।
আবদেল রহমান বলেন, ‘আমাদের মাইক্রোসফটের মধ্যে অনেকে আছে যারা তাদের পরিবারের সদস্য হারিয়েছে, বন্ধু বা প্রিয়জনকে হারিয়েছে। কিন্তু মাইক্রোসফট সত্যিই আমাদের জন্য এমন জায়গা দিতে ব্যর্থ হয়েছে যেখানে আমরা একসঙ্গে আসতে পারি এবং আমাদের দুঃখ ভাগ করে নিতে পারি। এমন লোকদের স্মৃতিকে সম্মান করতে পারি, যারা নিজেদের জন্য আর কথা বলতে পারে না।’
অন্য বরখাস্ত কর্মী নাসর বলেন, ‘আমাদের স্মরণ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল গাজায় ফিলিস্তিনি গণহত্যার শিকারদের সম্মান জানানো এবং ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার প্রতি মাইক্রোসফটের দৃষ্টি আকর্ষণ করা।’
নাসর জানান, চাকরি হারানোর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিল ওয়াচডগ গ্রুপ স্টপ অ্যান্টিসেমিটিজম। গ্রুপটি জানানোর এক ঘণ্টা পরে মাইক্রোসফট কল করার মাধ্যেমে চাকরি হারানোর খবরটি জানায়। গ্রুপটি তাৎক্ষণিকভাবে হাকরি হারানোর বিষয়ে কীভাবে জানতে পেল, সে সম্পর্কে জানতে চাইলে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
একই গোষ্ঠী কয়েক মাস আগে প্রকাশ্যে মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে ইসরায়েল সম্পর্কে প্রকাশ্যে অবস্থানের জন্য নাসরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।
মাইক্রোসফট শুক্রবার তার বিবৃতিতে এ বিষয়ে বলেছে, ‘একটি পেশাদার এবং সম্মানজনক কাজের পরিবেশ বজায় রাখার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তবে প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার জন্য বিস্তারিত বিবরণ উল্লেখ করেনি।
এ বছরের শুরুর দিকে গুগল গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে প্রযুক্তি নিয়ে বিক্ষোভের পর ৫০ জনেরও বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে।
সারাবাংলা/এইচআই/টিআর