নিজের প্রথম এল ক্লাসিকো রাঙাবেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির
২৬ অক্টোবর ২০২৪ ১৬:২৩
অনেক নাটকের পর এই মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। রিয়ালে যোগ দেওয়ার পর থেকে অবশ্য দেখা যায়নি চিরচেনা সেই কিলিয়ান এমবাপেকে। নিজের মাদ্রিদ ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে বার্সেলোনার মুখোমুখি হবেন এমবাপে। হাই ভোল্টেজ ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, নিজের প্রথম এল ক্লাসিকো দারুণভাবেই রাঙিয়ে তুলবেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার এমবাপের উপরে ছিল পাহাড়সমান প্রত্যাশা। স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার পর লা লিগায় ৯ ম্যাচে এমবাপে করেছেন ৬ গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়ালের জার্সি গায়ে ১৩ ম্যাচে এমবাপে বল জালে জড়িয়েছেন ৮ বার।
এমবাপের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও এল ক্লাসিকোতে তার থেকে আরও বেশি কিছু আশা করছেন আনচেলত্তি, ‘এমবাপে গোল পাচ্ছে এতে আমরা খুশি। তার থেকে আমরা অনেক বেশি আশা করি। তার পারফরম্যান্স নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, তাড়াহুড়োও করছি না। সে তার প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে। আশা করি সে নিজের প্রথম ক্লাসিকো রাঙিয়ে তুলবে।’
পিএসজির হয়ে এর আগেও বার্সার মুখোমুখি হয়েছেন এমবাপে। আনচেলত্তি তাই বলছেন, অতীতের অভিজ্ঞতা ভালোভাবেই কাজে লাগাবেন এমবাপে, ‘বার্সার বিপক্ষে তার আগেও খেলার অভিজ্ঞতা আছে। সে জানে কি করতে হবে। সে ওভাবেই প্রস্তুতি নেবে। সে তার নিজের সামর্থ্যের উপরে বিশ্বাস রাখে। আমরা আত্মবিশ্বাসী সে দলের জন্য ভালো কিছু বয়ে আনবে।’
আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
সারাবাংলা/এফএম