Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার


৮ জুন ২০১৮ ২১:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) হাতে গ্রেফতার হয়েছেন জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী এক দম্পতি। এরা হলেন জয়নাল আবেদীন ওরফে পাঁচু (২৯) ও তার স্ত্রী ফারহানা আক্তার ওরফে পাপিয়া (২৫)।

শুক্রবার (৮ জুন) বিকেলে কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৭ জুন) রাতে রাজধানীর লালবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, বিপুল পরিমাণ ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মাদক দম্পতি হিসেবে পরিচিত পাপিয়া ও তার স্বামী পাঁচুকে গ্রেফতার করা হয়। এ সময় ২০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।

সম্প্রতি মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হলে তারা আত্মগোপনে চলে যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে রাজধানীর লালবাগ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও মতিঝিলসহ একাধিক থানায় মাদক ও অস্ত্র আইনে বেশকিছু মামলা রয়েছে বলে জানান প্রলয় কুমার।

গোয়েন্দা সূত্রে জানা যায়, পাপিয়া দেখতে খুবই সুন্দরী। ‍সুন্দরী হওয়ায় তার প্রতি সহজে আসক্ত হয়ে যায়। তাকে দেখে কেউ মনেই করত না যে, এই মেয়ে ইয়াবা ব্যবসায় জড়িত থাকতে পারে।
পাপিয়া ২০০৪/৫ সাল থেকেই ইয়াবা ব্যবসায় জড়িত। তাকে জেনেভা ক্যাম্পের ইয়াবা গুরু বলা হয়ে থাকে। বিয়ের পরপরই স্বামীর হাত ধরে পাপিয়া ইয়াবা ব্যবসায় নাম লেখায়।

গোয়েন্দা সুত্রে আরও জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত রাজধানীর ১২ জন শীর্ষ মাদক চোরাকারবারীর মধ্যে অন্যতম পাপিয়া আক্তার। ‘ইয়াবা সুন্দরী’ নামে পরিচিত পাপিয়া আক্তার ইয়াবা বিক্রি করে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। পাপিয়ার সঙ্গে রয়েছে আরও কয়েকজন নারী। এরা পাপিয়া ও তার স্বামীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রেতা হিসেবে কাজ করে। এমনকি ক্রেতারা অর্ডার দিলে পৌঁছে দেন বাড়িতে গিয়েও। তবে সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে স্বামীসহ গা ঢাকা দেয় পাপিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর