Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ষড়যন্ত্র রুখতে তারেক রহমানকে দেশে আনতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৩

ঢাকা: ষড়যন্ত্র রুখতে তারেক রহমানকে দেশে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ‘জাগ্রত বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে।

আবদুস সালাম বলেন, ‘পতিত আওয়ামী স্বৈরাচার দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিবিপ্লবের মাধ্যমে ছাত্রজনতার অর্জন বিনষ্ট করার পাঁয়তারা করছে। এসব ষড়যন্ত্র রূখতে হলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের আন্দোলনের ফসল। এই সরকারকে ব্যর্থ করতে নানা চক্রান্ত অব্যাহত রয়েছে। এ সরকারের যারা আছেন, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এই সুযোগে কৃত্রিম ইস্যু সৃষ্টি করে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।’

সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমান, প্রজন্ম একাডেমির সভাপতি লেখক ও গবেষক কালাম ফয়েজী, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মো. খালেদ এনাম মুন্না ও মুক্ত ফোরামের সমন্বয়ক চাষী মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

আবদুস সালাম জাগ্রত বাংলাদেশ তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর