Saturday 26 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরে-বাংলার জন্মবার্ষিকীতে আলোচনা ও গুণীজন সংবর্ধনা

সারাবাংলা ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ২০:০৬

ঢাকা: শেরে-বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে সাংবাদিকতা, উদ্যোক্তা, শিক্ষক, আইনজীবী, ব্যবসা বাণিজ্য, এনজিও ও সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৫ জনকে ‘শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিচারপতি ড. মো. আবু তারিক। প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় মহাসচিব হুমায়ুন কবির বেপারী। এছাড়াও, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন।

সারাবাংলা/পিটিএম

আলোচনা ও গুণীজন সংবর্ধনা জন্মবার্ষিকী শেরে-বাংলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর