‘রাজনৈতিক সকল পক্ষকে নিয়ে দ্রুত নির্বাচন ঘোষণা করুন’
২৬ অক্টোবর ২০২৪ ২০:৪৬
ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানান।
শনিবার (২৬ অক্টোবর) দলটির পলিটব্যুরোর সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা করা হয়।
পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্থি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচী ঘোষণা করেছেন তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোন সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্খার ফারাক সৃষ্টি হবে যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
সভায় জননেতা রাশেদ খান মেননের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তি দাবি করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই