Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঊর্ধ্বগতি বাজার ও নাজুক আইন-শৃঙ্খলা, স্বস্তিতে নেই জনগণ’

স্পেশাল করসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২১:২০

মোস্তফা মহসিন মন্টু

ঢাকা: গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি ও নাজুক আইন-শৃঙ্খলা কারণে দেশের জনগণ স্বস্তিতে নেই। দ্রুত বাজার সিন্ডিকেট ভাঙ্গতে হবে।’

শনিবার (২৬ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৫৫টি জেলা কমিটির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় গণফোরামকে সুসংগঠিত করা, জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখাসহ আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘পতিত লুটেরা আওয়ামী সরকারের দোসররা এখনও বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। অবিলম্বে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। বাজারসহ আওয়ামী সরকারের সকল সিন্ডিকেট সমূলে উপড়ে ফেলতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থিতিশীল করার লক্ষ্যে প্রশাসনকে আরও কার্যকর করতে হবে। লুটকারী হাসিনা সরকার অবৈধভাবে বাংলাদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনার জোর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘ঋণ খেলাপী যেসব রাঘববোয়ালেরা দেশের অর্থনীতি ধ্বংস করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে সকল অর্থ উদ্ধার করতে হবে এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, সেই লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকতে হবে। সর্বোপরি এই সরকার জনগণের সরকার, জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নে গণফোরাম সর্বাত্মক সহায়তা করে পাশে থাকবে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব ডা. মো. মিজানুর রহমান, সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, শাহ্ নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

সারাবাংলা/ এএইচএইচ/এইচআই

গণফোরাম মোস্তফা মহসিন মন্টু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর