মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৪ ২৩:০১
দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলার হিলিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় জড়িতের অভিযোগে পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক জুবায়েদ সরকার জিমু (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকের সময় ওই ছাত্রলীগ নেতার কাছ থেকে ১০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ‘টাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় হাকিমপুর থানায় নতুন করে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার কালীগঞ্জ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ‘হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় রুজ্জুকৃত হাকিমপুর থানার মামলা নং-০৭ এর সাথে জড়িত থাকায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও আটকের সময় তার থেকে মাদক উদ্ধার হওয়ায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের শেষে আদালতে মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
সারাবাংলা/এইচআই