ম্যাচ বয়কট করেও ৩ পয়েন্ট পেল নাইজেরিয়া
২৭ অক্টোবর ২০২৪ ১২:১৯
সাধারণ নিয়মে ম্যাচ বয়কট করলে সেই দলের পয়েন্ট কেটে নেয় ফিফা। নাইজেরিয়া ফুটবল দল অবশ্য অনন্য নজির গড়েছে আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাইপর্বের ম্যাচে। বিমানবন্দরে আটকে থেকে লিবিয়ার বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘটনায় উল্টো পয়েন্ট পেয়েছে নাইজেরিয়া, জরিমানা গুণতে হয়েছে লিবিয়াকে।
গত ১৪ অক্টোবর লিবিয়ার বেনগাজিতে নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে রওনা দিয়েছিল নাইজেরিয়া দল। তবে বেনগাজিতে না নিয়ে নাইজেরিয়া দলকে নেওয়া হয় আল আরবাক বিমানবন্দরে। সেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই প্রায় ১৭ ঘন্টা আটকে ছিলেন নাইজেরিয়া দলের ফুটবলাররা। মোবাইল ইন্টারনেট, খাবার, পানি, হোটেলে যাওয়ার জন্য সুযোগ সুবিধা; সেই বিমানবন্দরে ছিল না কিছুই। এমনকি নাইজেরিয়ার ফুটবলারদের রেখেই বাড়ি ফিরে গিয়েছিলেন বিমানবন্দরের কর্মকর্তারা!
এমন ঘটনায় হতবাক নাইজেরিয়া ফুটবল দল নিয়েছিল কঠিন সিদ্ধান্ত। নানা অভিযোগের পর লিবিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নাইজেরিয়া। লিবিয়ার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও কিছুতেই সেই ম্যাচ খেলেননি তারা।
ওই ঘটনায় নাইজেরিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। একই সাথে লিবিয়াকে করা হয়েছে জরিমানাও। লিবিয়ান ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সারাবাংলা/এফএম