Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পলিথিন ব্যবহার বন্ধে অভিযানে নামবে সরকার, মনিটরিং হবে কঠোরভাবে‘

স্পেশাল করেসপনডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৪:০৯

ঢাকা: স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে বাজারে পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে এটি কঠোর মনিটরিং করা হবে।

রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। ‘

তিনি আরও বলেন, ‘পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার। ‘ পলিথিন ব্যবহারে নিজেদের সচেতনতা বাড়াতে হবে যাতে ২০১০ ও ২০১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করা যায় বলেও মন্তব্য করেছেন তিনি।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও কোনো সুপারশপে অভিযান চালানো হয়নি। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিষয়ে অভিযান শুরু হবে। এখনও যেসব সুপারশপ পলিব্যাগ দিচ্ছেন তারা জাতির স্বার্থ বিবেচনা করে পলিব্যাগ ব্যবহার বন্ধ করবেন।‘

তবে ব্যবসায়ীরা এ বিষয়টি কার্যকর করতে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারের কাছে সময় চেয়েছেন। একই সঙ্গে পাটের তৈরি ব্যাগ উৎপাদন ব্যয় কমাতেও সরকারের সহযোগীতা চেয়েছেন তারা।

এর আগে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের দফতরগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বস্ত্র ও পাট উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ জেআর/এসডব্লিউআর

নিষেধাজ্ঞা পরিবেশ উপদেষ্টা পলিথিন ব্যবহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর