Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে ট্রামি’র আঘাতে নিহত বেড়ে ১২০

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪ ১৮:৪৮

গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামি প্রভাবে ভূমিধসের পরে একজন নারী উপড়ে পড়া গাছের পাশ দিয়ে যাচ্ছেন

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামি’’র প্রভাবে বন্যা ও ভূমিধসে ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ আছেন আরও কয়েক ডজন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার।

রোববার (২৭ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ ফিলিপাইনে এই বছরের সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ধ্বংসাত্মক ঝড় হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের দুর্যোগব্যবস্থা সংস্থা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এক সরকারি সমীক্ষায় জানা গেছে, প্রবল বন্যার মুখে এক লাখ ৯৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের অধিকাংশ দেশটির বিকোল অঞ্চলের। অঞ্চলটির ৩০ সহস্রাধিক মানুষ বুধবার (২৩ অক্টোবর) আকস্মিক প্রবল বন্যার মুখে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস বলেছেন, ‘আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। কিছু এলাকায় মাত্র দুই দিনে দুই মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে।’

ট্রামি’ প্রভাবে প্রায় ৪২ লাখ মানুষ এই ঝড়ের কবলে পড়েছিল। এদের বেশিরভাগই বিভিন্ন প্রদেশের ৬ হাজার ৪০০টিরও বেশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের মধ্যে অবস্থিত দেশটিতে প্রতি বছর প্রায় ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে।

উল্লেখ্য,২০১৩ সালেন টাইফুন হাইয়ান দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ছিল। হাইয়ানের প্রভাবে ৭ হাজার ৩০০ মানুষ নিহত ও নিখোঁজ হন।

সারাবাংলা/এইচআই

গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামি নিহত অন্তত ১২০ ফিলিপাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর