চট্টগ্রামে দুগ্রুপে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
২৭ অক্টোবর ২০২৪ ১৭:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় খুলশী থানার সেগুনবাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ আলমের অনুসারী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ওমর ফারুকের ছেলেসহ দুপক্ষের তিনজন গুরুতর আহত হন। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনের অনুসারী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান সারাবাংলাকে জানান, এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।
এদিকে রোববার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শনিবার রাতেই বহিষ্কার করা হয় খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে। দুজনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শ–সংহতি পরিপন্থী নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর বিএনপির এক নেতা সারাবাংলাকে বলেন, ‘এস কে খোদা তোতনের বিরুদ্ধে এর আগেও দলীয় কোন্দলসহ নানা অভিযোগ ছিল। সেগুলো তেমন প্রকাশ পায়নি। শনিবার খুলশীতে মারামারির ঘটনাটি বেশ বড়। এতে তার ইন্ধন আছে বলে দলীয় হাইকমান্ড প্রমাণ পেয়েছে। আগের অভিযোগ ও শনিবারের মারামারির ঘটনায় তার বিরুদ্ধে দল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/আইসি/এমপি