বাজার অস্থির থাকলেও ফার্মে নেই উত্তাপ [ছবি]
২৭ অক্টোবর ২০২৪ ১৮:৩৩
কিছুদিন আগেও ডিমের বাজার বেশ অস্থির হয়ে উঠেছিল। প্রতি ডজন ডিমের দাম ছাড়িয়ে যায় ১৮০ টাকা। আমদানি উদ্যোগ ও শুল্ক কমানোসহ বেশকিছু পদক্ষেপের কারণে অস্থিরতা কিছুটা কমে ডজন নেমে আসে ১৪৫ টাকায়। তবে এই স্বস্তি আর থাকছে না। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি ডজন ডিম কোথাও বিক্রি হচ্ছে ১৫৫ টাকা, আবার কোথাও ১৬০ টাকা। বাংলাদেশে দৈনিক ডিমের চাহিদা ৪০ লাখ। দেশের খামারিরা এই চাহিদা পূরণ করতে না পারায় ভারত থেকে ডিম আমদানি করা হচ্ছে। এই অস্থিরতার মধ্যে ঢাকার অদূরে কেরাণীগঞ্জের একটি মুরগির ফার্মে গিয়েছিলেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান। তার ক্যামেরার ফ্রেমে সেই ফার্মের মুরগি লালন-পালন ও ডিম সংগ্রহের চিত্র উঠে এসেছে।
সারাবাংলা/পিটিএম