Sunday 27 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকরাম-ফারুক হত্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২০:২৯

আজহারুল হক ফরাজী

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতার আজহারুল হক ফরাজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইকরাম ও ওমর ফারুক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

ইকরাম ও ওমর ফারুক গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১১টা হতে রাত ৯টা পর্যন্ত সূত্রাপুর থানার কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

ওই শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে ইকরাম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২০ আগস্ট বাদী নাসরিন বেগম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

সারাবাংলা/ইউজে/এইচআই

ইকরাম-ফারুক হত্যা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর