২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা
২৭ অক্টোবর ২০২৪ ২২:১৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০২:৩৮
ঢাকা: আগামী বছরের (২০২৫ সাল) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে এই সময়েই পরীক্ষার আয়োজন করতে চায় সরকার।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার এ প্রসঙ্গে বলেন, ‘আগামী বছর মার্চে রমজান মাস। সেই হিসাবে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।’
উল্লেখ্য, চলতি বছর রাজনৈতিক অস্থিরতার কারণে এইচএসসি পরীক্ষা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ছয় বিষয়ের পরীক্ষা বাদ রেখেই আগের পরীক্ষা ম্যাপিং করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
সারাবাংলা/জেআর/এইচআই/পিটিএম