Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি ও সাখাওয়াতের মিথ্যা ফোনালাপ তৈরি, গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২৩:০৩

রাষ্ট্রপতি ও সাখাওয়াতের মিথ্যা ফোনালাপ তৈরির অভিযোগে গ্রেফতার নাফিস

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে তা প্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তির নাম নাফিস ফুয়াদ ঈশান (২২)।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যে জানা যায়, গ্রেফতার নাফিস ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশ বিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে। জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তিনি ভিডিওটি ২৪ অক্টোবর তার পরিচালিত কোয়ালিটি টিভি নামক ইউটিউব চ্যানেলে প্রচার করে।

নাফিস ফুয়াদ ঈশানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কোয়ালিটি টিভি (Quality Tv) নামক অনলাইনভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। সেইসঙ্গে তিনি কেস টিভি (Kes Tv) নামক ফেসবুক পেইজেরও অ্যাডমিন।

নাফিস কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল। গ্রেফতার নাফিসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

উপদেষ্টা সাখাওয়াত তৈরি বানোয়াট মিথ্যা সাক্ষৎকার

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর