Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১১:৪০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর সাজ্জেন ওরফে রহমত (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ ওই কিশোর সাজ্জেন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত সাজ্জেনের বাবা শমসের আলী জানান, গত শনিবার বিকেলে ক্যাম্পের ভিতর মাদক ব্যবসায়ী চুয়া সেলিম ও বুনিয়া সোহেল দুই গ্রপের গোলাগুলি চলছিল। এ সময় সাজ্জেন পাম্প থেকে খাবার পানি নিয়ে বাসায় ফিরছিল। তখন ৮ নম্বর সেক্টরে তার শরীরে গুলি লাগে।

তিনি জানান, সাজ্জেনের হাতে, বুকে ও পেটে মোট পাঁচটি গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আজ সকালে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসআর/ইআ

২ গ্রুপের সংঘর্ষ কিশোরের মৃত্যু জেনেভা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর