ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহায়তা বাড়াতে ইচ্ছুক শলৎস
২৮ অক্টোবর ২০২৪ ১৪:৩২
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস তার তিন দিনের (২৪ থেকে ২৬ অক্টোবর) ভারত সফর শেষ করেছেন। সফর শেষে তিনি জানিয়েছেন, জার্মানির সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। পাশাপাশি, তিনি ভারতের দক্ষ শ্রমিকদের জার্মানিতে স্বাগত জানাতে প্রস্তুত বলে ডয়েচে ভেলে’র তথ্যমতে জানা যায়।
সফরটি ছিল ভারত ও জার্মানির ৭ম আন্তঃসরকার বৈঠক। শলৎসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ একাধিক সংসদীয় কমিটির প্রধানরা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও ছিলেন।
দুই দেশের মধ্যে আলোচনার পর ২৭টি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলোর মধ্যে নবায়নযোগ্য শক্তি, গবেষণা, ও প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়ন উল্লেখযোগ্য।
প্রতিরক্ষা ক্ষেত্রে, শলৎস ও মোদী প্রতিরক্ষা শিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। শলৎস ভারতের সঙ্গে সামরিক, বিশেষ করে অস্ত্র ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াতে চান। দু’দেশ একসাথে প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামগ্রী উৎপাদনের ঘোষণা দিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
জার্মানির অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে জানা গিয়েছে, এই বছরের প্রথম ছয় মাসে জার্মানির কাছ থেকে যে সব দেশ অস্ত্র পেয়েছে, তার মধ্যে ভারত তিন নম্বরে আছে।
শলৎস শ্রমিক পাঠানোর বিষয়ে বলেন, জার্মানি শ্রম বাজারে দক্ষ ভারতীয় শ্রমিকদের চাহিদা রয়েছে। সেইসাথে নার্সিং, তথ্যপ্রযুক্তি, এবং মেডিসিনসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদাও রয়েছে।
শলৎস আরও বলেন, ‘জার্মান অনিয়মিত অভিবাসন রোধে কড়াকড়ি করলেও দক্ষ কর্মীদের জন্য দরজা খোলা রাখবে।’
ভারত এবং জার্মানির মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘জার্মানির সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত স্পষ্ট এবং এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’
সারাবাংলা/এনজে
ওলাফ শলৎস জার্মান চ্যান্সেলর নরেন্দ্র মোদি প্রতিরক্ষা সহযোগিতা ভারত সফর