Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাফনের ৮৩ দিন পর ছাত্র-আন্দোলনে নিহত সজলের মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৫:৫৪

সজল মোল্লার মরদেহ। ছবি: সারাবাংলা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত সজল মোল্লার মরদেহ দাফনের ৮৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ। মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে সজলের মরদেহ উত্তোলন করা হয়।

নিহত সজল মোল্লা শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। সে রং মিস্ত্রির কাজ করতেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে সহিংসতায় নিহত হন। ওই রাতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

ছাত্র-আন্দোলনে নিহত মরদেহ উত্তোলন মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

আর কি দানব থাকিবে বঙ্গে
২৮ অক্টোবর ২০২৪ ১৪:৩৮

সম্পর্কিত খবর