Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৮:১৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২১:২১

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট করেন। রিটকারীদের পক্ষের আইনজীবী আহসানুল করিম রিটের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আর অন্য যে ৯টি রাজনৈতিক দলে কর্মকাণ্ড না চালানোর নির্দেশনা চাওয়া হয়েছে তারা হলো– জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল, দিলীপ বড়ুয়া) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। তিনটি নির্বাচনের গেজেট বাতিলও চাওয়া হয়েছে রিটে।

এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন, রিটে তাদের সব সুযোগ-সুবিধা ফেরত নিতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ১১ দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে, তার নির্দেশনাও চাওয়া হয়েছে। যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রিটে।

সারাবাংলা/কেআইএফ/এনজে

১১ রাজনৈতিক দল কর্মকাণ্ড বিরত রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর