Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাসের মধ্যে রাবির রেলস্টেশন সচলের দাবি ছাত্রদলের

রাবি করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৮

২ মাসের মধ্যে রাবির রেলস্টেশন সচল করার দাবিতে ছাত্রদলের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

রাজশাহী: দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলওয়ে স্টেশন সচল করার দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রদল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্টেশনটি চালু করতে সর্বোচ্চ দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন উপউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়েছে, গভীর রাতে শিক্ষার্থীদের স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় পর্যাপ্ত যানবাহন না থাকার সুযোগে অধিকাংশ রিকশাচালক দ্বিগুণেরও বেশি ভাড়া নিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় স্টেশনটি চালু থাকলে নিরাপত্তা শঙ্কা, সময় নষ্ট, অতিরিক্ত ভাড়া দেওয়াসহ নানা সংকট কমে আসত। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানাচ্ছে।’

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক ভোগান্তির কথা চিন্তা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংস্কার, দুই লেনে উত্তীর্ণ করা, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাস্তবায়ন করতে হবে।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহীগামী ট্রেনের যাত্রীদের মধ্যে বড় একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্টেশন থেকে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীরা অনেকবার ছিনতাইয়ের শিকার হয়েছে। শিক্ষার্থীরা এর আগেও যাত্রাবিরতির দাবি জানিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুধু আমাদের সংগঠনের দাবি নয়, ক্যাম্পাসের সব শিক্ষার্থীর দাবি। আমরা আগামীকাল (মঙ্গলবার, ২৯ অক্টোবর) রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে দুই মাসের সময়সীমা বেঁধে দেবো।

বিজ্ঞাপন

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম-আহ্বায়ক সর্দার জহুরুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য আবির হাসান হিমেল ও আবু সাইদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/এনজে

উপাচার্য ছাত্রদল দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর